আগমনী যাত্রীদের সুবিধার্থে বাহির গেট এরিয়াতে এয়ারপোর্ট কার রেন্টাল সার্ভিস রয়েছে, এখান থেকে গাড়ি ভাড়া করতে পারবেন। সময় এবং দূরত্বের উপর ভিত্তি করে নির্ধারিত ভাড়ার চার্ট দেখে ভাড়া সম্পর্কে জানতে পারবেন। গাড়ি ভাড়া করার পর যাত্রীকে ক্যাশ মেমো প্রদান করা হয় যেখানে যাত্রীর নাম, ঠিকানা, গন্তব্য, ভাড়ার পরিমান ও কার রেন্টাল প্রতিষ্ঠানের কর্মীর স্বাক্ষর থাকবে।