বিদেশ ফেরত যাত্রীদের বিড়ম্বনা এড়াতে বিমানবন্দরের শাটল বাস সার্ভিস চালু


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত সম্মানিত যাত্রী সাধারনের কথা চিন্তা করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাথমিক ভাবে দুইটি শাটল বাস পরিষেবা চালু করা হয়েছে। এই পরিষেবার মাধ্যমে সম্মানিত যাত্রীগণের যাত্রা আরও সহজ, আরামদায়ক এবং যাত্রাপথের ভোগান্তি লাঘব হবে। গত ২৬ জুন, ২০২৪ (বুধবার) শাটল বাস সেবার উদ্বোধন করা হয়। প্রবাসী, রেমিট্যান্স যোদ্ধা, দেশি-বিদেশি পর্যটক সম্মানিত যাত্রীদের বিমানবন্দরে যাতায়াত লাগেজ সামগ্রী পরিবহনের সুবিধার্থে বিমানবন্দরে এই শাটল বাস পরিষেবা চালু করা হয়েছে। সম্মানিত যাত্রীদের সুবিধার্থে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃক চালু করা দুটি শাটল বাস পরিষেবার মাধ্যমে বিমানবন্দর থেকে নিকটবর্তী বাস রেলওয়ে স্টেশন এবং বাস/রেলওয়ে স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত আসা-যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগের ফলে সম্মানিত যাত্রীদের যাত্রা হবে আরও সহজ, আরামদায়ক এবং ঝামেলামুক্ত। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত শাটল বাসে রয়েছে যাত্রীদের জন্য পর্যাপ্ত লাগেজ পরিবহনের সুবিধা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, ফ্রি ওয়াইফাই এবং প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বাসে উঠা-নামার বিশেষ ব্যবস্থা। শাটল বাস পরিষেবাটি ব্যবহারের জন্য ভাড়া পড়বে জনপ্রতি ২০ টাকা এবং অতিরিক্ত লাগেজসহ জনপ্রতি ৫০ টাকা।